পাটনা, ১৬ মার্চ (হি.স.) : ব্যবসায়ী কৃষ্ণ মোহন সিংয়ের বাড়িতে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেআইনি বালি খনি মামলার তদন্তের স্বার্থে ইডির আধিকারিকরা শনিবার এই অভিযান কার্য চালায়। শনিবার বিহারের আরাহ জেলার একাধিক স্থানে অভিযান চালিয়েছে ইডি। অবৈধ বালি খনন এবং এর বিক্রির সঙ্গে জড়িত ছিল বালি ব্যবসায়ী কৃষ্ণ মোহন সিং। এই ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থ পাচারের মামলা রয়েছে। সেই সংক্রান্ত মামলার তদন্তের স্বার্থেই বালি ব্যবসায়ীর ঠিকানায় অভিযান শুরু করেছে ইডি।
প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) অধীনে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে আধিকারিকরা। বিহার রাজ্যের পুলিশের সঙ্গে ইডির আধিকারিকরা যৌথভাবে এই অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে।