গুয়াহাটি, ১৬ মাৰ্চ (হি.স.) : লোকসভা নির্বাচনের প্রাক-মুহূর্তে পদত্যাগ করেছেন আম আদমি পার্টি (আপ)-র অসম প্রদেশ উপ-সভাপতি জিতুল ডেকা। পার্টি হাইকমান্ডের কাছে প্রেরিত এক চিঠিতে আপ-এর অসম ইউনিটের উপ-সভাপতি জিতুল ডেকা তাঁর সিদ্ধান্তের কারণ উল্লেখ না করে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে আম আদমি পার্টি অসমের রাজধানী গুয়াহাটি লোকসভা আসন থেকে তাদের প্রার্থী প্রত্যাহার করেছে। দল অবশ্য আসন্ন লোকসভা নির্বাচনে ডিব্রুগড় এবং শোণিতপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে।