নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ: আগামী ১৯ এপ্রিল গভর্নমেন্ট পেনশনার্স এসোসিয়েশন ত্রিপুরা’র সুবর্ণ জয়ন্তী বর্ষের সূচনা হবে। ঐদিন থেকে এক বৎসর ব্যাপী বিভিন্ন সাংগঠনিক ও সমাজ কল্যাণ মূলক কর্মসূচীর মাধ্যমে সংগঠনটি সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন করবে।
অনুষ্ঠান সূচীর প্রথম দিন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মরণোত্তর চক্ষু ও দেহদান শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঐ সভায়। জোন কমিটিগুলি বাড়ি বাড়ি গিয়ে সর্বসাধারণকে মরণোত্তর চক্ষু ও দেহদান করার জন্য উদ্বুদ্ধ করবে। যেকোন ইচ্ছুক ব্যক্তি জোন সম্পাদকের কাছ থেকে স্বাস্হ্য দপ্তর প্রদত্ত নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে পারবেন। ঐ ফর্ম প্রতি মঙ্গল বৃহস্পতি ও শনিবার সকাল এগারটা থেকে দুপুর একটা পর্যন্ত জিপিএটির কেন্দ্রীয় কার্যালয়েও পাওয়া যাবে। পূরণ করা আবেদনপত্র আগামী ৩১ মার্চের মধ্যে সংগঠনের কাছে জমা দিতে হবে।
শিবিরের দিন দাতাগণ নিজেরাই স্বাস্হ্য দপ্তরের প্রতিনিধিদের হাতে ঐ সম্মতিপত্র তুলে দেবেন।
প্রসঙ্গত উল্লেখ্য,জি পি এ টি অতীতে দুইবার এ ধরণের শিবিরের আয়োজন করেছিল। ২০১১ সালে ৮৪ জন এবং ২০১৪ সালে ৫৬ জন চক্ষু ও দেহদান করেছিলেন।