রাজ্য মন্ত্রীসভায় নতুন মন্ত্রীদ্বয়ের মধ্যে দপ্তর বণ্টন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ: আজ রাজ্য মন্ত্রীসভায় নতুন অন্তর্ভুক্ত মন্ত্রীদ্বয়ের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। মন্ত্রী অনিমেষ দেববর্মা(কেবিনেট মন্ত্রী) বন্টিত দপ্তরের মধ্যে পেয়েছেন বনদপ্তর, ⁠সাধারণ প্রশাসন(প্রিন্টিং এবং ষ্টেশনারী), বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ।

এদিকে মন্ত্রী বৃষকেতু দেববর্মা(প্রতিমন্ত্রী)কে দেওয়া হয়েছে ইন্ডাষ্ট্রিস এন্ড কমার্স- এর দায়ভার।

উল্লেখ্য কয়েকদিন আগেই শপথ নিয়েছেন তিপ্রা মথার দুই বিধায়ক। তবে তাদের দপ্তর বণ্টন বাকি ছিল। শুক্রবার দুই নতুন মন্ত্রীকে তাদের নিজ নিজ দপ্তর বণ্টন করে দেওয়া হয়েছে।