সিনিয়র মহিলা টি-২০ ক্রিকেটে টানা জয়ে রয়েছে তরুণ সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ ।। প্রথম ম্যাচে নয় উইকেটে জয়, তো দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটে। দারুন ফর্মে রয়েছে তরুণ সংঘ। সিনিয়র মহিলা আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে। মোটকথা তরুণ সংঘও জয়ের ধারা অব্যাহত রেখে এগোচ্ছে। প্রথম ম্যাচে চাম্পামুড়া কোচিং সেন্টারকে নয় উইকেটে হারানোর পর আজ, বৃহস্পতিবার মৌচাক কে দশ উইকেটে হারিয়েছে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে ম্যাচ। বেলা ১১ টায় খেলা শুরুতে টস জিতে তরুণ সংঘ প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে মৌচাক কোচিং সেন্টার সীমিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে। বিনা লক্ষ্মী ত্রিপুরা (১৫) ও অনিমা মুরাসিং(১২) ছাড়া অন্যরা তেমন রান পায়নি। জবাবে ব্যাট করতে নেমে তরুণ সংঘ ২৮ বল খেলে বিনা উইকেটে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ …