ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে জুটমিল প্লে সেন্টার এবং ভগিনী নিবেদিতা মহিলা সমিতি। টিসিএ আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে তালতলা স্কুল মাঠের খেলায় দুবেলার ম্যাচে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি এবং জুট মিল প্লে সেন্টার যথাক্রমে জয়ী হয়েছে নিউ প্লে সেন্টার এবং ব্লাড মাউথ কে হারিয়ে। সকালের ম্যাচে টস জিতে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নিউ প্লে সেন্টার ১৯ ওভার খেলে খেলে ৪৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিজয়ী দলের পক্ষে সুপ্রিয়া দাস দুর্দান্ত শতরান পেয়েছে। সুপ্রিয়া ৫৮ বল খেলে ১৭টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০৮ রান পায়। এছাড়া অনুষ্কা শীল দুর্দান্ত ৪৮ রান সংগ্রহ করে। তবে বোলার পূজা দাস ৪ ওভার বল করে তিনটি মেডেন দিয়ে এক রানের বিনিময়ে ৬টি উইকেট তুলে নিয়ে দলকে নিশ্চিত জয় এনে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পায়।
দিনের অপার খেলায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জুটমিল কোচিং সেন্টার ডিএলএস মেথডে ১২ রানের ব্যবধানে ব্লাডমাউথকে পরাজিত করেছে। টস জিতে জুট মিল প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। জবাবে ব্লাড মাউথ ব্যাট করতে নামলে বৃষ্টি বিঘ্নিত খেলায় আট ওভারে টার্গেট ৫৩ রান দাঁড়ায়। এ অবস্থায় তিন উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে। বিজয়ী দলের অলরাউন্ডার নিকিতা দেবনাথ সর্বাধিক ৩০ রান এবং একটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়।
2024-03-14

