সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন রাহুল, বললেন শুধু মোদীকেই দেখানো হয় টিভিতে

নাসিক, ১৪ মার্চ (হি.স.): সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাসিকে ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝে বক্তৃতা দেওয়ার সময় সংবাদ মাধ্যমের ভূমিকার সমালোচনা করেছেন রাহুল গান্ধী। রাহুল এদিন বলেন, “কৃষকদের সমস্যা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অগ্নিবীররা এখন দেশে সবচেয়ে বেশি আলোচিত, কিন্তু টিভি চ্যানেলে আপনারা এই বিষয়গুলি নিয়ে আলোচনা দেখতে পাবেন না। পরিবর্তে টিভি চ্যানেলগুলি মোদীজিকেই ২৪ ঘন্টা দেখায়, পুজো দিতে তিনি যখন সমুদ্রের নীচে চলে যান, তখন তাঁর সঙ্গে টিভি ক্যামেরাও যায়, তারপর তিনি সি প্লেনে উড়ান ধরেন।”

দেখতে দেখতে বৃহস্পতিবার ৬১-তম দিনে পড়ল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিন নাসিকে ‘কিষাণ মহাপঞ্চায়েত’-এ বক্তব্য রাখেন রাহুল গান্ধী। উপস্থিত ছিলেন এনসিপি প্রধান শরদ পওয়ার এবং শিবসেনার উদ্ধব ঠাকরের শিবিরের নেতা সঞ্জয় রাউতও। রাহুল গান্ধী এদিন বলেছেন, “কৃষকদের ওপর বিভিন্ন ধরনের কর আরোপ করা হচ্ছে। কংগ্রেস এই জিএসটি-কে স্টাডি করবে এবং একটি করের বিধান করবে। কৃষকরা যাতে জিএসটি-র অধীনে না থাকে সে জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।” রাহুল গান্ধী আরও বলেছেন, “কৃষকের দুর্দশা না বুঝলে, তাঁদের পরিশ্রমকে সম্মান না করলে কেউ কৃষককে সাহায্য করতে পারবে না। কৃষকদের জন্য কংগ্রেস সরকারের দরজা সবসময় খোলা থাকবে। দিল্লিতে এমন একটি সরকার থাকবে যারা কৃষকদের কথা শুনবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *