ক্রীড়া প্রতিনিধি,আগরতলা, ১৪ মার্চ ।। রঞ্জি ট্রফির ইতিহাসে সব থেকে সফলতম দল মুম্বাই। কিন্তু মাঝে ৮ বছর ট্রফি আসেনি। অবশেষে কাটল সেই খরা। ২০১৫-১৬ সালের পর ফের একবার ভারত সেরা হল মুম্বাই। রঞ্জি ট্রফির ফাইনালে কার্যত একতরফা ম্যাচে বিদর্ভকে ১৬৯ রানে হারিয়ে ৪২ তম বার চ্যাম্পিয়ন হল অজিঙ্কে রাহানের দল। রঞ্জি ট্রফির ফাইনাল দেখতে মাঠে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর। এদিন মুম্বইয়ের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় সচিন তেন্ডুলকর লেখেন, ”৪২ তম রঞ্জি ট্রফি জয়ের জন্য অনেক অনেক অভিনন্দন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে।” বিশেষ করে করুণ, অক্ষয় এবং হর্ষ, যারা অত্যন্ত ভাল ব্যাটিং করেছে এবং ম্যাচটিকে খুব আকর্ষণীয় করে তুলেছে। মুম্বইয়ের বোলাররা নিরলসভাবে বোলিং করে। শেষ পর্যন্ত সাফল্য এনে দেয় তনুশ, যিনি ৪র্থ ইনিংসে চার উইকেট নিয়েছেন। এই ম্যাচে খুব ভাল ক্রিকেট সকলকে মোহিত করেছে। এটাই ঘরোয়া ক্রিকেটকে খুবই গুরুত্বপূর্ণ করে তোলে। প্রথম ইনিংস ১০৫ রানে গুটিয়ে যাওয়া বিদর্ভ দ্বিতীয় ইনিংসে পাহাড় প্রমাণ রানকে টার্গেটে রেখে অনেকটা এগোতে পেরেছিল। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। হাতে উইকেট ছিল ৫টি ঠিকই। জয়ের জন্য ২৯০ রানের প্রয়োজন ছিল। সে অবস্থায় ১২০ রান যোগ করতে সক্ষম হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বাই ও বিদর্ভের মধ্যে রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ। প্রথম ইনিংসে মুম্বাই ২২৪ রান সংগ্রহ করলে জবাবে বিদর্ভ তাদের প্রথম ইনিংস ১০৫ রানে গুটিয়ে নিতে বাধ্য হয়। ১১৯ রানের লিড নিয়ে মুম্বাই ফের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে প্রায় দুদিন ধরে ব্যাট চালিয়ে ১৩০.২ ওভার খেলে দ্বিতীয় ইনিংসে মুম্বাই ৪১৮ রান সংগ্রহ করে। বিদর্ভ এবার জয়ের জন্য ৫৩৮ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংস শুরু করে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে বিদর্ভ দুই ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়। বিনা উইকেটে দশ রান সংগ্রহ করেছিল। দ্বিতীয় ইনিংসে মুম্বাইয়ের মুশের খানের ১৩৬ রান, শ্রেয়াস আয়ারের ৯৫ রান, অধিনায়ক আজিংকা রাহানের ৭৩ রান এবং স্যামস মুলানির অপরাজিত ৫০ রান উল্লেখযোগ্য। বিদর্ভের হর্স দুবে পাঁচটি উইকেট পেয়েছিল। বুধবারে বিদর্ভ দিনভর ধরে খেলে ৯০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৩৮ রান যোগ করে মোট ২৪৮ এ পৌঁছায়। আজ বৃহস্পতিবার বিদর্ভ ছিল বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন। মুম্বাইয়ের বোলারদের রুখে বিদর্ভ ১২০ রান যোগ করতে সক্ষম হয়েছে ৪২.৩ ওভার খেলে। বিদর্ভের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৬৮ রানে। ১৬৯ রানে জয় ছিনিয়ে মুম্বাই রঞ্জি চ্যাম্পিয়ন হয়। মুশের খান পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।
2024-03-14

