আগরতলা, ১৪ মার্চ : বকেয়া বেতন প্রদানের দাবিতে বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসের সামনে পরিবার নিয়ে গণ ধর্ণায় বসেছেন ঠিকেদার ও শ্রমিকরা।
জনৈক ঠিকেদারের অভিযোগ, কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কথা অনুযায়ী দীর্ঘ বছর যাবৎ কাজ করেছে বহু ঠিকেদার ও শ্রমিক। কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবত তাদের বকেয়া বিল পরিশোধ করছে না সংস্থা। ফলে তাঁদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন। এবিষয়ে একাধিক বার সংস্থার কর্মীদের সাথে কথাবার্তা বললেও টাকা পরিশোধ করছেন। অবশেষে আজ বাধ্য হয়ে পরিবার নিয়ে অফিসের সামনে গণ ধর্ণায় বসেছেন তাঁরা। তাঁদের দাবি, অতিসত্ত্বর বকেয়া টাকা প্রদান করা হোক।