নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার কেজরিওয়ালের সমালোচনা করে মনোজ তিওয়ারি বলেছেন, “সিএএ-র বিরোধিতা করে অরবিন্দ কেজরিওয়াল প্রমাণ করেছেন, তিনি হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পার্সিদের বড় শত্রু।”
বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি আরও বলেছেন, “সিএএ আইনটি নাগরিকত্ব দেওয়ার জন্য, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল মিথ্যা ও ঘৃণা ছড়াচ্ছেন। তাঁরা (শরণার্থীরা) আপনার (কেজরিওয়াল) মতো ‘রাজ মহল’ পাবে না, কিন্তু তারা প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের অধীনে বাসস্থান পাবে। তাদেরও বেঁচে থাকার অধিকার আছে।” উল্লেখ্য, সিএএ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করে কেজরিওয়াল বলেছেন, “আমরা যখন নিজেদের মানুষজনকে কর্মসংস্থান দিতে সক্ষম নই, তাহলে পাকিস্তান থেকে আসা শরণার্থীদের কর্মসংস্থান ও বাসস্থান দেব কীভাবে? সিএএ-র কারণে যে অভিবাসন ঘটবে তা বিভাজনের সময় যা হয়েছিল তার চেয়েও অধিক হবে।”