নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ: স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অবশেষে বামুটিয়া ফাঁড়ির পুলিশের কাছে নালিশ দিল গৃহবধূ। ঘটনা বামুটিয়ার দাসপাড়া এলাকায়।
অভিযোগ বিকাশ দাস নামে তাঁর স্ত্রী রিতা সরকারকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে।বিয়ে হয়েছে প্রায় চার বছর।
তেলিয়ামুড়ার মহর ছাড়ার নিবাসী জগদীশ সরকারের মেয়ে রিতা সরকারের বিয়ে হয়েছিল বাবুটিয়ার দাসপাড়া এলাকার বিকাশ দাসের সাথে। বিয়ের কিছু দিন পর থেকেই শুরু হয়েছিল অত্যাচার। বর্তমানে অত্যাচারে মাত্রা বৃদ্ধি পেয়েচর বলে অভিযোগ।
বেশ কয়েকদিন যাবত গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দিচ্ছিল স্বামী। বিগত চারদিন যাবত বাড়ি ছাড়া গৃহবধূ। পড়ার বিভিন্ন জনের বাড়িতে ঘুরে ঘুরে রাত কাটাচ্ছেন তিনি। অবশেষে মঙ্গলবার ছুটে এলো বাবার বাড়ির লোকেরা। বামুটিয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে নিগৃহীতা এবং বাবার বাড়ির লোকেরা গোটা বিষয়টি জানিয়েছেন পুলিশকে।
উনারা দাবি করেছেন এই নির্যাতনের একটা সুরাহা করুক পুলিশ। আরো অভিযোগ গৃহবধুর বিভিন্ন জামাকাপড় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্বামী। এই অবস্থাতে গৃহবধূ এই বাড়িতে থাকলে তার ওপর আরো আক্রমণ হতে পারে এই ভয়ে গৃহবধূকে নিয়ে গেছে বাবার বাড়ির লোকেরা।

