এমবিবি স্টেডিয়ামে ব্লাড মাউথ নিউ প্লে সেন্টারের সহজ জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ১০ উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে ব্লাড মাউথ। হারিয়েছে মৌচাক ক্লাবকে। টিসিএ আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে। এমবিবি স্টেডিয়ামে সকালের ম্যাচে টস জিতে মৌচাক প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ৩৬ রান সংগ্রহ করলে জবাবে ব্লাড মাউথ ২১ বল খেলে বিনা উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছায়। বিজয়ী ব্লাড মাউথের অন্তরা দাস পাঁচ রানে পাঁচটি উইকেট দখল করে ম্যাচের সেরার খেতাব পেয়েছে। স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অপর খেলায় নিউ প্লে সেন্টার ১০৪ রানের ব্যবধানে দারুন জয় পেয়েছে, বিদ্যাসাগর কোচিং সেন্টারকে হারিয়ে। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে নিউ প্লে সেন্টার সীমিত ২০ ওভারে ৪ উইকেটে ১১২ রান সংগ্রহ করলে জবাবে বিদ্যাসাগর কোচিং সেন্টারের খেলোয়াররা চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। নয় ওভার টিকে থাকলেও মাত্র ৮ রানে ইনিংস শেষ করে কম রানের রেকর্ড গড়ে নিয়েছে। বিজয়ী দলের শ্রাবন্তী চৌধুরী অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা হয়।