জয়পুর, ১৩ মার্চ (হি. স.): আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের থেকে রাজস্থানের ঝালোর আসনের টিকিট পেয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলটের পুত্র বৈভব গেহলট। নির্বাচনী প্রচারে বেরিয়ে বৈভব বলেন, ”আমি মনে করি রাজস্থানের ২৫টি আসনে কংগ্রেসের ভালো ফল হবে। ঝালোর নিয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন, “আমি নির্বাচনী এলাকা পরিদর্শন করছি। সেখানে জনসাধারণ এবং কর্মীদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে বুঝতে পারছি, ১৫ বছর ধরে এখানে বিজেপি সাংসদ থাকা সত্ত্বেও কেন্দ্রের প্রকল্পগুলি থেকেও এই এলাকার উন্নয়ন হয়নি”।
প্রসঙ্গত, গত নির্বাচনে যোধপুর থেকে প্রার্থী হয়েছিলেন বৈভব। কিন্তু পরাস্ত হন তিনি। উল্লেখ্য, কংগ্রেস এবারে তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেকে টিকিট দিয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই পরিবারতন্ত্রের অভিযোগ এনেছে বিজেপি। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটকে টিকিট দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে নকুলনাথকে টিকিট দিয়েছে কংগ্রেস। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরব গগৈকেও এবারে টিকিট দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে।