নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ মার্চ: নারী শক্তি, খেলাধূলা ও নেশামুক্তির উপরে এক মক পার্লামেন্ট অনুষ্ঠিত হয় কালাছড়া ব্লকের প্রত্যেকরায় কমিউনিটি হলে।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ত্রিপুরা রাজ্য বিধানসভার বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলাপুলিশ অধিক্ষক ভানুপদ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব আধিকারিক নেহরু যুব কেন্দ্র উত্তর ত্রিপুরা কুনাল গৌতম।
অনুষ্ঠানে নারী শক্তি, খেলাধুলা এবং নেশা মুক্তির উপরে এক মক পার্লামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যুব ও ক্রীড়া দপ্তর উত্তর ত্রিপুরা বিভাবসু গোস্বামী। উনি খেলাধুলা বিষয়ক বিভিন্ন বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা রাখেন।
নেশা মুক্তির উপর আলোচনা রাখেন এসটিডি কাউন্সিলর উত্তর ত্রিপুরা রাজীব ভৌমিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলাপুলিশ অধিক্ষক উনার বক্তব্যে সাইবার ক্রাইম , নারী সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা রাখেন।
উদ্বোধক এর বক্তব্যে শ্রী দেবনাথ এই ধরনের যুব সংসদ অনুষ্ঠানের মাধ্যমে নারী পুরুষ যুবক-যুবতী প্রত্যেককে এগিয়ে এসে বিকশিত ভারত গড়ার র আহ্বান রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন স্বসহায়ক দলের সদস্য এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ , নেহরু যুব কেন্দ্র স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। ধন্যবাদ বক্তব্য রাখেন উদ্ভাবনী সামাজিক সংস্থার কর্ণধার রণদীপ রুদ্র পাল।