আগরতলা, ১২ মার্চ : বিজেপির দুই জেলা সভাপতি পরিবর্তন হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার নব-নিযুক্ত জেলা সভাপতি হয়েছেন কাজল দাস এবং ধলাই জেলার নবনিযুক্ত হয়েছেন সভাপতি প্রতিরাম ত্রিপুরা।
আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ ) মানিক সাহা নিজ সামাজিক মাধ্যমে দুই জেলার নবনিযুক্ত সভাপতি প্রতিরাম ত্রিপুরা ও কাজল দাসকে অনেক অনেক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন জানিয়েছেন।
এদিন তিনি প্রত্যয়ের সুরে বলেন, তাঁদের নেতৃত্বে আগামীদিনে উত্তর ত্রিপুরা ও ধলাই জেলায় সংগঠনের আরো বিস্তার হবে।