সিএএ চালু করা নিয়ে কেন্দ্রকে একইসঙ্গে প্রশংসা ও কটাক্ষ শশী থারুরের

তিরুবনন্তপুরম, ১২ মার্চ (হি. স.): সিএএ চালু করা নিয়ে কংগ্রেস নেতা শশী থারুর যেমন স্বাগত জানালেন কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে, আবার কটাক্ষ করতেও ছাড়লেন না তাদের।

মঙ্গলবার তিনি বলেন, ”প্রতিবেশী দেশ থেকে পালিয়ে এসে যাঁরা এদেশে আশ্রয় চাইছেন, তাঁদের দ্রুত নাগরিকত্ব দেওয়া হবে। এটি খুবই ভাল বিষয়। যাঁরা প্রতিবেশী দেশ থেকে পালিয়ে এসেছেন বা সেখানে নির্যাতনের আশঙ্কা করছেন, তাঁদের আমাদের দেশে আশ্রয় দেওয়া উচিত। আমি এই আইনকে স্বাগত জানাই। কিন্তু যখনই আপনি বলছেন একটি ধর্মের মানুষ বাদ, তার মানে কী? আপনি মূলত এমন লোকেদের বাদ দিচ্ছেন যারা ওদেশে অত্যাচারের কারণে এদেশের নাগরিক হতে চাইতে পারেন।” তিনি এও বলেন, যারা পাকিস্তানে মুসলমান হয়ে জন্মেও সেদেশে নির্যাতিত হয়েছেন বা সেই দেশ থেকে চলে এসেছেন, তাঁদের কী হবে?

কংগ্রেস নেতা শশী থারুর আরও বলেন, ”আমি মনে করি, এটি নৈতিক ও সাংবিধানিকভাবে ভুল সিদ্ধান্ত। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তকে আমি পুরোপুরি সমর্থন করছি।” তিনি এও বলেন যে, আইএনডিআই জোট এবং কংগ্রেস যদি ক্ষমতায় আসে তবে আইনের এই ধারাটি প্রত্যাহার করা হবে। যাতে কোনও অস্বচ্ছতা থাকবে না। এটা তাঁদের নির্বাচনী ইস্তেহারে থাকবে বলেও তিনি জানান।