আগরতলা, ১২ মার্চ : ত্রিপুরায় নেশার বাড়বাড়ন্ত দিন দিন বেড়ে চলছে। নেশাকারবারিরা নতুন পন্থা অবলম্বন করে নেশা সামগ্রী পাচার ও মজুত করে রাখছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এক বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর ব্রাউন সুগার প্রচুর ব্রাউন সুগার ও নগদ অর্থ বাজেয়াপ্ত করেছে আমতলী থানার পুলিশ। সাথে এক নেশাকারবারিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আমতলী থানাধীন ফুলতলী এলাকায় সুমন সরকারের বাড়িতে নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে রাতে সুমন সরকারের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ২ লক্ষ ১৫ হাজার টাকার নেশা সামগ্রী ও নগদ ৮ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সাথে সুমন সরকারকে আটক করেছে পুলিশ।