রঞ্জি ফাইনালে বিদর্ভ চাপে চালকের আসনে টিম মুম্বাই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ইনিংসে লিড মুম্বাইয়ের। রঞ্জিত ট্রফির ফাইনাল খেলায়। প্রতিপক্ষ বিদর্ভ । রবিবারে ম্যাচের প্রথম দিনে মুম্বাই প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে আশাপ্রদ স্কোর যেমন সংগ্রহ করতে পারেনি, তেমনি বিদর্ভের ক্রিকেটাররাও সোমবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। মুম্বাইয়ের সংগৃহীত রানের অর্ধেক পরিমাণ রানও সংগ্রহ করতে পারেনি বিদর্ভ। ১১৯ রানে লিড নিয়ে মুম্বাই দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৫০ ওভারে দুই উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে নেয়। ২৬০ রানে এগিয়ে থেকে মুম্বাই অনেকটা চালকের আসনে। উইকেটে রয়েছেন মুশের খান ৫১ রানে। সঙ্গে অধিনায়ক আজিংকা রাহানে ৫৮ রানে। প্রথম ইনিংসে সার্দুল ঠাকুরের ৭৫ রান সর্বাধিক ছিল।