আগরতলা, ১১ মার্চ : ত্রিপুরাবাসীকে নিরন্তর বিদ্যুৎ পরিষেবা দিতে বন্ধপরিকর রাজ্য সরকার। দক্ষিণ জেলার বীরচন্দ্র মনুতে আজ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ৩৩/১১ কেভি সাবস্টেশনের সূচনা করে একথা বলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ. সাথে তিনি যোগ করেন,জনগণকে হুক লাইন বা বিদ্যুৎ চুরি থেকে বিরত থাকতে হবে।
এদিন তিনি বলেন, আজ থেকে এই সাব স্টেশনটি জনগণের সেবায় নিয়োজিত থাকবে। এই সাব স্টেশনটি কাজ শুরু করে দেওয়ায় গোটা শান্তিরবাজার মহকুমা সহ পার্শ্ববর্তী এলাকা সমূহে সুচারু ভাবে বিদ্যুৎ পরিষেবা প্রদান সম্ভব হবে।
তাঁর কথায়, এই সাব স্টেশনটি ফলে শান্তিরবাজার মহকুমা এবং সংলগ্ন এলাকার মানুষেরা নিরন্তর বিদ্যুৎ পরিষেবা পেতে সমর্থ হবেন।
এদিন তিনি প্রত্যেকের কাছে অনুরোধ করেছেন বিদ্যুৎ চুরি বন্ধে আপনারা প্রত্যেকেই সজাগ এবং সতর্ক থাকবেন। কোনভাবেই হুক লাইন বা বিদ্যুৎ চুরি হতে দেবেন না।