নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.) : বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে কংগ্রেস ও তাঁদের অহংকারী জোটের ঘুম চলে গিয়েছে, সোমবার এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী হরিয়ানার গুরুগ্রামে আয়োজিত একটি অনুষ্ঠানে একথা বলেন।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার গুরুগ্রামে আয়োজিত একটি অনুষ্ঠানে ১ লক্ষ কোটি টাকার ১১২টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠানে মোদী বলেন, এখনও পর্যন্ত ২০২৪ সালে ১০ লক্ষ কোটি টাকার প্রকল্পগুলির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মধ্যে ন্যাশনাল হাইওয়ে ৪৮-এ দিল্লি এবং গুরুগ্রামের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বারকা এক্সপ্রেসওয়ের হরিয়ানার অংশও রয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে কংগ্রেস ও তাঁদের অহংকারী জোট “আইএনডিআই”-এর ঘুম চলে গিয়েছে।
“আইএনডিআই”-জোটকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “কেবল কংগ্রেস এবং তাঁর অহংকারী জোটই দেশের লক্ষ কোটি টাকার উন্নয়নমূলক কাজ নিয়ে সবচেয়ে বড় সমস্যায় পড়েছে।

