দেরাদূন, ১১ মার্চ (হি.স.) : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। মন্ত্রিসভা সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব ও অনেক দফতরের নিয়মাবলী এবং সেগুলি সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সোমবার উত্তরাখণ্ড মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী প্রেমচাঁদ আগরওয়াল, মন্ত্রী সাতপাল মহারাজ, রেখা আর্য, সুবোধ উনিয়াল, গণেশ যোশি, ধন সিং রাওয়াত, সৌরভ বহুগুনা।

