বাপ্পিরাজ ফার্নিচারের একমাস ব্যাপী মেলা ও প্রদর্শনী সমাপ্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ মার্চ:  ধর্মনগরের জয় হিন্দ ক্লাব প্রাঙ্গনে বাপ্পিরাজ ফার্নিচার ও ইলেকট্রনিক দ্রব্যের এক মাস দশ দিনব্যাপী মেলা ও প্রদর্শনী রবিবার রাতে সাঙ্গ হল। 

এই মেলা ও প্রদর্শনীর শেষ দিনে যারা এখান থেকে বিভিন্ন দ্রব্য ক্রয় করেছিলেন তাদের কুপন নাম্বার দিয়ে একটি লাকি ড্র অনুষ্ঠিত হয়। এই লাকি ড্র তে প্রথম পুরস্কার পায় কুলিয়া শহরের তন্না সিনহা এসি মেশিন, দ্বিতীয় পুরস্কার লাভ করেন দিপুনা এবং তৃতীয় পুরস্কার লাভ করে রিন্টু কান্ত দাস। দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার যথাক্রমে রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন দেওয়া হয়।

 বাপ্পিরাজ ফার্নিচারের কর্নধার নিরঞ্জন দে জানান এতদিন আগরতলাতে এই ধরনের লাকি ড্র অনুষ্ঠিত হলেও ধর্মনগরের বুকে প্রথমবার এই ধরনের লাকি ড্র অনুষ্ঠিত হলো। আগামী দিনও এই ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে তিনি জানান।