কলকাতা, ১০ মার্চ (হি.স): ২৪ –এর লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বিস্তর চমক। সেই তালিকায় নাম রয়েছে ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদের ও অভিনেতা শত্রুঘ্ন সিনহার। তবে বহরমপুরে প্রার্থী করা হয়েছে ইউসুফ পাঠানকে। আর তাতেই বিজেপির হাত শক্ত করছে তৃণমূল, সোচ্চার হল কংগ্রেস। রবিবার কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ও নিলয় প্রামাণিক বাংলার বাইরে থেকে প্রার্থী করায় ক্ষোভ উগরে দিয়ে বিজেপির হাত শক্ত করা হচ্ছে বলে দাবি জানান।
এদিন সৌম্য বলেন, ”বাংলার বাইরের ক্যান্ডিডেট দিয়ে ভোট ভাগ করে বিজেপির হাত শক্ত করছেন আপনি আমরা জানি।গুজরাট থেকে ইউসুফ পাঠান বহরমপুরে?
বাংলায় তৃণমূল নেই ? রাজভবনের আপনার এবং প্রধান মন্ত্রী মিটিংয়ে যখন বলেছেন কাজের থেকে গল্প বেশি করেছি তখনই বুঝেছিলাম দিদি আপনার আর মোদীর জোট পাকা, তবুও বলছি আবার পরাজিত হবেন আপনি। শুভ নন্দন।”
অন্যদিকে নিলয় বলেন, ”বাংলা নিজের মেয়ে কে চায় বলা মমতা একজন ভূমিপুত্র পেলো না?এর আগে একজন ইন্দ্রনীল সেন গাইয়ে বাজিয়ে খেলুড়ে এনেছেন উনি, কিন্তু কাজের লোক কাছের লোক নেই? এটা মুর্শিদাবাদের মানুষকে অপমান, এমনকি মুর্শিদাবাদের তৃণমূল নেতা কর্মীদের অপমান, ছি দিদি ছি।
এটা তো আমাদের থেকে বেশি লজ্জার মুর্শিদাবাদ জেলার তৃণমূলীদের, যারা সারা বছর রোদ জল বৃষ্টিতে খাটছে, আর মালাই খাবেন নরেন্দ্র মোদির গুজরাটের লোক।
কি দিদি !!! এখানেও কি ২৫-৭৫ !!!”
আসলে বহরমপুর অধীরগড় নামে পরিচিত। এই এলাকার বেশির ভাগ ভোটার সংখ্যা লঘু সম্প্রদায় ভুক্ত। আর সেখানে ইউসুফ পাঠান প্রার্থী হওয়ায়। সেই ভোট ব্যাংকে থাবা বসতে চলেছে।

