কলকাতা, ১০ মার্চ (হি. স.): মিলে গেল জল্পনা। হুগলি থেকে তৃণমূলের প্রার্থী হলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
বেশ কিছুদিন ধরেই বঙ্গ রাজনীতির অলিন্দে ঘুরছিল হুগলিতে অভিনেত্রী বনাম অভিনেত্রীর লড়াইয়ের জল্পনা। বিজেপি হুগলি থেকে প্রার্থী করেছে অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। প্রশ্ন ঘুরছিল, তাহলে তৃণমূল কাকে প্রার্থী করতে চলেছে সেখান থেকে? সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন থেকেই রাজনীতির অলিন্দে জল্পনা বাড়ছিল রচনার রাজনীতিতে হাতেখড়ি নিয়ে। সব জল্পনা সত্যি করে সিলমোহর পড়লো তাতেই।

