ফের ১১ কেজি গাঁজা সহ আটক ২ 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ মার্চ:   রুটিন চেকিংয়ে ১১কেজি শুকনো গাঁজা উদ্ধার করল কদমতলা থানার পুলিশ। প্রতিদিনের মতো কদমতলা থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর আর সাংমা ধর্মনগর থেকে কদমতলা আসার মূল সড়কের উপর লালছড়া এলাকায় স্পেশাল যানবাহন চেকিংয়ে বসেন। 

সন্ধ্যা সাতটা নাগাদ দ্রুতগতিতে টিআর০৫-ডি-৭৮৫৮ নম্বরের সুপার স্প্লেন্ডার বাইকে করে দুই যুবক ধর্মনগরের দিক থেকে কদমতলা উদ্দেশ্যে আসছিল। তখন পুলিশ তাদের সিগন্যাল দেয় বাইক থামানোর জন্য। কিন্তু তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। তাদের আটক করার পর তাদের সাথে থাকা একটি ব্যাগ দেখে সন্দেহ হয় পুলিশের। তখন কদমতলা থানার পুলিশ বাইক সহ তাদের আটক করে কদমতলা থানায় নিয়ে আসে।

 কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ জানিয়েছেন তাদের সাথে থাকা ব্যাগ থেকে তল্লাশি চালিয়ে ছোট বড় ৪ প্যাকেটে মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। দুই পাচারকারীরা হলেন যথাক্রমে জুনেদ আহমেদ(১৯), পিতা মোঃ দুলাল উদ্দিন বাড়ি দক্ষিণ ফুলবাড়ী  ৬নং ওয়ার্ডে অপরজন জয়বুল হক (২৩), পিতা মোঃ মদরিছ আলী বাড়ি তারাকপুর ৫নং ওয়ার্ড এলাকায়। কদমতলা থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় একটি মামলার রুজু করে তদন্ত চালিয়ে যাচ্ছে। আগামীকাল তাদের ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবে।