নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ১০ মার্চ: রাজ্যে মাথাপিছু মৎস্য উৎপাদনে এখনো কিছুটা ঘাটতি রয়েছে। সেই ঘাটতি মেটানোর পাশাপাশি মাছ উৎপাদনে মৎস্যচাষীদের বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে রবিবার মেলাঘর টাউন হলে অনুষ্ঠিত হয়েছে ১ দিবসীয় কর্মশালা।
মৎস্য দপ্তরের সোনামুড়া মহকুমা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত হওয়া বিজ্ঞান ভিত্তিক এই প্রশিক্ষণ কর্মশালায় মেলাঘর পুর পরিষদ এলাকার ৪৪০ জন মৎস্য চাষী অংশ গ্রহণ করেন।
কর্মশালায় মৎস্য বিশেষজ্ঞ স্বপন চৌধুরী উপস্থিত মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদান করেছেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায় , ভাইস চেয়ারপার্সন গুরুপদ রায় , রুদ্রসাগর ফিসারম্যান সমবায় সমিতির সভাপতি পবিত্র দাস , সমাজসেবী বিশ্বজিৎ দাস, সুপাঙ্ক সরকার প্রমুখ।