শ্রী রামকৃষ্ণের জন্মতিথি উৎসব তিথি উপলক্ষ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত কৈলাসহরে 

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১০ মার্চ:  চলতি মাসের ১২ তারিখ ভগবান শ্রী রামকৃষ্ণের জন্মতিথি উৎসব ।এই উৎসব উপলক্ষে কৈলাসহর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে রবিবার দুপুর বেলা মিশনের হল ঘরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। 

উক্ত এই রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন কৈলাসহর রামকৃষ্ণ মিশনের মহারাজ জী, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস থেকে শুরু করে আরও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন এদিনের এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।