ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ।। আট উইকেটে দারুন জয় দিয়ে লিগ সূচনা করেছে ইউনাইটেড ফ্রেন্ডস। প্রথম ম্যাচে ৮ উইকেটে সংহতি ক্লাবকে হারিয়ে সুপার লিগে দারুণ সূচনা ইউনাইটেড ফ্রেন্ডসের। খেলা ছিল নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ড। বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে। সকালে ম্যাচ শুরুতে সংহতি ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৪৯.৫ ওভার খেলে ২৪৭ রানে ইনিংস শেষ করে নেয়। জবাবে ইউনাইটেড ফ্রেন্ডস ৩৭.২ ওভার খেলে ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে তেজস্বী জয়সোয়াল এর ১০৪ রান, রজত দে-র ৯৯ রান উল্লেখযোগ্য। সংহতির বিক্রম দেবনাথ সর্বাধিক ৫৬ রান পেয়েছিল। বোলিংয়ে ইউনাইটেড ফ্রেন্ডস এর অভিজিৎ সরকার তিনটি এবং তেজস্বী জয়সওয়াল দুটি উইকেট পেয়েছে। সংহতির বিক্রম দুটি উইকেট পেয়েছিল। পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে বিজয়ী দলের তেজস্বী জয়সোয়াল।
2024-03-09