কর্মচারীদের ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণাতে অল ত্রিপুরা গভঃ ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছে

আগরতলা, ৯ মার্চ: ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের সব রকম বঞ্চনা দূর করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ৫% মহার্ঘ ভাতা ঘোষণাতে অল ত্রিপুরা গভঃ ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী প্রফ: ডাঃ মানিক সাহা এবং রাজ্য সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

২০১৮ সালে নুতন সরকার প্রতিষ্ঠা হবার পর থেকেই, এই সরকার ত্রিপুরা রাজ্যের মানুষের সার্বিক সমৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে। সেই সাথে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীকুলের ও সার্বিক বিকাশে এই সরকার সচেষ্ট। পর্যায়ক্রমে মহার্ঘ ভাতা দেয়ার মাধ্যমে এই সরকার কর্মচারীদের আর্থিক বঞ্চনা অনেক অংশেই দূর করার চেষ্টা করেছে এবং করছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফ: ডাঃ মানিক সাহা ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের সব রকম বঞ্চনা দূর করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তার ই অঙ্গ হিসাবে ৫% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে গত ৫ ই মার্চ, ২০২৪ এ। অল ত্রিপুরা গভঃ ডক্টর অ্যাসোসিয়েশন এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফ: ডাঃ মানিক সাহা এবং রাজ্য সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।