আগরতলা, ৯ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি দলের বিভিন্ন মোর্চার পাশপাশি সংখ্যালঘু মোর্চার স্নেহ সমবাদ অভিযান কর্মসূচি চলছে গোটা ভারতবর্ষ জুড়ে।তারই অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু এলাকাতে চলছে স্নেহ সমবাদ অভিযান কর্মসূচি।
তাই শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ উত্তর জেলার সংখ্যালঘু মোর্চার উদ্যোগে পদ্মপুর স্হিত জেলা কার্যালয়ে মোর্চার সকল কার্যকর্তাদের নিয়ে স্নেহ সমবাদ অভিযানকে সামনে রেখে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিনের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া,জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি হানিফ উদ্দিন চৌধুরী সহ সংখ্যালঘু মোর্চার সকল পদাধিকারী ও বিভিন্ন মন্ডলের পদাধিকারী গন। এদিনের স্নেহ সমবাদ অভিযান সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া বলেন, তিনি সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতির দায়িত্ব পাবার পর প্রথমবারের মতো উত্তর জেলায় দুদিনের প্রবাসে এসেছেন। শুক্রবার ও শনিবার তাঁর একাধিক সাংগঠনিক কার্যক্রম রয়েছে।
তিনি বলেন,ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সবকা সাথ সাথ সবকা বিকাশের নায়ক। ভারতবর্ষের কতগুলো আইন কানুনের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে সকল শ্রেনীর মানুষকে মোদি জি তাঁর কর্মকাণ্ড করে গেছেন সেগুলোর দৃষ্টিকোণকে লক্ষ্য রেখে স্নেহ সমবাদ শুরু হয়েছে সংখ্যালঘু এলাকাতে।
আর গোটা ভারতবর্ষে তা অনুষ্ঠিত হচ্ছে,তারই অঙ্গ হিসেবে উত্তর জেলায়ও অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়া এদিন তিনি কেন্দ্র সরকারের বহুমুখী উন্নয়নের কথা বিশদে তুলে ধরেন।তুলে ধরেন রাজ্যের নানা উন্নয়নও।আগে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা হজে গেলে অনেক বাধ্যকতা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সরকারি আইনের মাধ্যমে সেই আইন শিথিল করেছেন, তাতে মহিলারা অনায়াসেই হজ করতে পারচ্ছেন।সেই সকল দৃষ্টিকোণ তুলে ধরার জন্যই এই স্নেহ সমবাদ অভিযান কর্মসূচি

