পাটনা, ৯ মার্চ (হি.স.): এনফোর্সমেন্ট নির্দেশালয় (ইডি) শনিবার বিহারের পাটনায় রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ সুভাষ প্রসাদ যাদবের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালায়। পাটনা, দানাপুর, শাহপুর এবং পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই বেআইনী বালি খনন এবং অর্থ তছরূপের ঘটনায় সুভাষ প্রসাদ যাদবের ‘ব্রডসান্স প্রাইভেট লিমিটেড কোম্পানী’র নির্মাণ সংস্থায়, ইডির আধিকারিকরা হানা দেন। এর আগে আয়কর দফতরের আধিকারিকরা কর ফাঁকি মামলায়, তাঁর পাটনা, ধানবাদ এবং কলকাতার বিভিন্ন ঠিকানায় অভিযান চালান।
2024-03-09

