ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ।। প্রথমে ব্যাট করে ৫৪ রানে দারুন জয় দিয়ে শুরু ব্লাডমাউথের-র। প্রথম ম্যাচে ৫৪ রানে স্ফুলিঙ্গ ক্লাবকে হারিয়ে সুপার লিগে দারুণ সূচনা ব্লাড মাউথ ক্লাবের। খেলা ছিল নতুন সাজে নির্মীয়মান টিআইটি গ্রাউন্ডে। বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে। সকালে ম্যাচ শুরুতে ব্লাড মাউথ ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৪৫.৩ ওভার খেলে ১৩৫ রানে ইনিংস গুটিয়ে নেয়। জবাবে ২৭.৪ ওভার খেলে স্ফুলিঙ্গ ৮১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিজয়ী দলের পক্ষে তুষার সাহার ৩৬ রান ও রুহিনন্দন পেগুর ২১ রান উল্লেখযোগ্য। স্ফুলিঙ্গের অজয় সরকার সর্বাধিক ২০ রান পেয়েছিল। বোলিংয়ে ব্লাড মাউথের জয়দীপ ভট্টাচার্য ৩৮ রানে চারটি এবং সানি সিং ও সৌরভ দাশ দুটি করে উইকেট পেয়েছেন। জয়দীপ ভট্টাচার্য পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।
2024-03-09