আগরতলা, ৯ মার্চ: আজ ত্রিপুরার জন্য এক ঐতিহাসিক দিন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের প্রায় ৮৫৩৪.০২ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সমূহের উদ্বোধন এবং শিলান্যাস করেন। বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা’ গঠনের লক্ষ্যে উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হবে। আজ একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, সাব্রুম থেকে এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছেন তিনি। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সমূহের মধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলায় সাব্রুম স্থল বন্দরের উদ্বোধন অন্যতম।
তাঁর কথায়, এই নতুন সুবিধা চালু হওয়ার ফলে ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের মধ্যে পর্যটন, যোগাযোগ এবং বাণিজ্যের প্রসার ঘটবে।
সাথে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে, এই প্রকল্পগুলির মাধ্যমে ‘বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা’ গঠনের লক্ষ্যে উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হবে।

