আগরতলা, ৮ মার্চ : বিজেপির সাথে জোটে তিপরা মথা সামিল হয়েছে, তাতে রাজ্যে বিরোধী নেই এই আত্মসন্তুষ্টিতে ভুগলে চলবে না। আজ আগরতলা টাউন হলে আয়োজিত বিজেপি ২.০ জোট সরকারের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে দলীয় কর্মীদের সতর্ক করে একথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব।
এদিন তিনি বলেন, আগামীদিনে ভারত নির্মাণের জন্য ত্রিপুরাবাসীর পরামর্শ নেওয়া হবে। মূলত সমাজের প্রত্যেক অংশের মানুষের জন্য কি করা উচিত ত্রিপুরাবাসীর কাছ থেকে তার পরামর্শ নেওয়া হবে।
তাঁর কথায় ,২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিজেপির যেই বিশ্বাস নিয়ে লড়াই শুরু হয়েছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সেই বিশ্বাস নিয়ে লড়াই করতে হবে। তিপরা মথা বিজেপিতে যোগদান করেছে, রাজ্যে বিরোধী দল নেই। লোকসভা নির্বাচনে বিজেপিকে লড়াই করতে হবে না। তা ভাবলে একদম ভুল।
এদিন তিনি সিপিএমের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ত্রিপুরার কংগ্রেস ও সিপিএমের অস্তিত্ব প্রায় মুছে গেছে। কারণ, ত্রিপুরাবাসীর সমৃদ্ধি কখনো কমিউনিস্ট চায় নি। ২৫ বছরের টানা সিপিএমের রাজত্বে ৩৫ বছরের অভিজ্ঞতাপূর্ন মুখ্যমন্ত্রী মাত্র ১৪ হাজার কোটি টাকার বাজেট পেশ করতেন। কিন্তু ৬ বছরের শাসনকালে বিজেপি সরকার দ্বিগুন বাজেট পেশ করেছে।
তাঁর আরও কটাক্ষ, লক্ষী ও সরস্বতীর যখন এক হয় তখন রাজ্য সমৃদ্ধিশীলে পরিণত হয়। দুর্ভাগ্যের বিষয় কমিউনিস্টদের কাছে দুইটাই ছিল না। কারণ, কমিউনিউস্ট কোনো সনাতনকে বিশ্বাস করে না। কিন্তু ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের সমৃদ্ধি হয়েছে। এখন বিভিন্ন রাজ্যের জনগণের কাছে ত্রিপুরার নাম সুপরিচিত।
এদিন তিনি লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে হবে। ১ লক্ষের ভোটের ব্যবধানে বিরোধী দলের প্রার্থীকে হারাতে হবে বলেন তিনি।
তাছাড়া, আজ ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে আগরতলায় বিকশিত ভারত মোদি কি গ্যারান্টি কর্মসূচীর আয়োজন করা হয়েছে।