সুধা মূর্তিকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): সুধা মূর্তিকে রাজ্যসভায় মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার এই সংবাদ জানিয়ে নিজের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী এদিন নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “আমি আনন্দিত যে, সুধা মূর্তিকে রাজ্যসভায় মনোনীত করেছেন ভারতের রাষ্ট্রপতি।”

প্রধানমন্ত্রী মোদী আরও জানিয়েছেন, “সামাজিক ও জনহিতকর কাজ এবং শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে সুধাজির অবদান অপরিসীম এবং অনুপ্রেরণাদায়ক। রাজ্যসভায় তাঁর উপস্থিতি আমাদের ”নারী শক্তি”-র একটি শক্তিশালী প্রমাণ, যা আমাদের দেশের ভাগ্য গঠনে মহিলাদের শক্তি এবং সম্ভাবনার উদাহরণ প্রদান করেন। তাঁর ফলপ্রসূ মেয়াদ কামনা করছি।”