(আপডেট) লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস, পশ্চিম ত্রিপুরায় আশিস

নয়াদিল্লি, ৮ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ৩৯ জন প্রার্থীর মধ্য রয়েছেন দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। কেরলের ওযানাড কেন্দ্রের সাংসদ রাহুল এ বারেও ওই কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে কংগ্রেসের মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা।

লোকসভা নির্বাচনের জন্য নয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি দ্বারা কেরালার ওয়েনাড থেকে রাহুল গান্ধী সহ প্রার্থী তালিকাটি প্রকাশ করেছেন।

প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, আজ লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল এ বিষয়ে মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী সহ বরিষ্ঠ নেতারা উপস্থিততে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গুজরাট থেকে কার্যত বৈঠকে যোগ দিয়েছিলেন রাহুল গান্ধী।

ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল এ বার লোকসভার ভোটে লড়তে চলেছেন। ভূপেশ প্রার্থী হচ্ছেন রাজনন্দগাঁও কেন্দ্রে। কেরলের তিরুঅনন্তপুরমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর এ বারও ভোটে লড়বেন। ত্রিশূরে লড়বেন ভাদাকারার বিদায়ী সাংসদ কে মুরলীধরন। তিনি কেরলের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কে করুণাকরনের পুত্র। মুরলীধরনের বোন পদ্মজা বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *