আগরতলা, ৮ মার্চ : আসাম রাইফেল ও ডিআরআই যৌথভাবে অভিযান চালিয়ে ৪৫২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে। যার বাজারমূল্য আনুমানিক ১.৯২ কোটি টাকা হবে।
জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আসাম রাইফেলের কাছে খবর আসে পশ্চিম ত্রিপুরা জেলার ধনিরামপুরে গাঁজা পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে আসাম রাইফেল ও ডিআরআই যৌথভাবে অভিযান চালিয়েছে। অভিযানে মোট ৪৫২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে। পরবর্তী সময়ে উদ্ধারকৃত গাঁজা আইনি প্রক্রিয়ার জন্য ডিআরআই-এর কাছে হস্তান্তর করা হয়েছে।