আগরতলা, ৮ মার্চ: আবারও শহরের দুটি বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হামলা। রাতের আঁধারে সশস্ত্র দেখিয়ে বাড়ির তিনজন আহত করে লুটপাট চালায় ডাকাত দল।
খবর পেয়ে শুক্রবার সকালে তদন্ত করতে ঘটনাস্থলে গিয়েছেন খোদ অতিরিক্ত পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকর। সাথে ডগ স্কোয়াড সহ ফরেনসিক টিমও পুরো ঘটনা তদন্ত করছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে বলদাখাল এলাকার সঞ্জয় পাল ও আড়ালিয়া ঘোষ পাড়া এলাকার মিহির দেবনাথের বাড়ি সশস্ত্র ডাকাতের দল হানা দিয়েছে। দা, সাবল ও কুড়োল নিয়ে ডাকাতের ঘটনা সংঘটিত করে। সঞ্জয় পালের বাড়ির তিনজনকে আহত করে সর্বস্ব লুট করে পালিয়েছে। ওই ঘটনা প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে।