তাপস রায়ের দলত্যাগে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৭ মার্চ, (হি.স.): নারীদিবসের প্রাক্কালে বৃহস্পতিবারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাপস রায়ের নাম না করে তাঁর দলত্যাগ নিয়ে প্রতিক্রিয়া দিলেন। মমতার কটাক্ষ, ”কেউ কেউ তো চলে যাচ্ছে ভয় পেয়ে, একবার ইডি এলেই। ইডির লোকই পরে ফোন করে বলছে, বিজেপিতে যান। সমস্যা মিটে যাবে।”

দীর্ঘ রাজনৈতিক জীবনে একবারও বাড়িতে পুলিশ আসেনি। আর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁর বাড়িতে দিনভর তল্লাশি চালিয়েছিল ইডি। তার পর একবারও দলনেত্রী তাঁকে বা তাঁর পরিবারের কাউকে ফোন করে কথা বলেননি, সমবেদনা জানাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই ‘অভিমান’ থেকেই দলত্যাগ করেছেন ঘাসফুল শিবিরের দীর্ঘদিনের সদস্য তাপস রায়। বুধবার তিনি যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে।

বৃহস্পতিবারের সভা থেকে প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুর নরম করে তাপসবাবুর দলবদলের জন্য দায়ী করলেন ইডিকেই। বললেন, ”কিন্তু সিবিআই-ইডি লাগাও। এত রাগ কেন? কেউ কেউ তো চলে যাচ্ছে ভয় পেয়ে একবার বাড়িতে ইডি এলেই। ভাবছে, বাবা! ইডি যদি আবার ধরে।” তাঁর এই বক্তব্য থেকেই স্পষ্ট, দীর্ঘদিনের সতীর্থ যতই বিরোধী শিবিরে যোগ দিন, তাঁর প্রতি খুব কড়া বাক্যবাণ প্রয়োগ করলেন না।