তিপ্রা মথার কাল মন্ত্রী সভায় যোগদানের সম্ভাবনা

আগরতলা, ৬ মার্চ: সম্ভবত আগামীকাল রাজ্যের মন্ত্রী সভায় যোগদান করবে তিপ্রা মথার দুই বিধায়ক। অনিমেষ দেব্বর্মা এবং বৃষকেতু দেব্বর্মা পেতে পারেন মন্ত্রীত্ব।

কেন্দ্র সরকার, ত্রিপুরা সরকার ও তিপ্রা মথার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হওয়ার ৫ দিন পর আগামীকাল সম্ভবত

রাজ্যের মন্ত্রী সভায় যোগদান করবে তিপ্রা মথার দুই বিধায়ক। আজ দলের আহ্বায়ক জগদীশ দেবর্বমা এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল তিপ্রা মথার দুই বিধায়ক শপথ নিবেন। মূলত এ বিষয়কে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *