পশ্চিমবঙ্গকে ১৫,৪০০ কোটি টাকার উপহার প্রধানমন্ত্রীর, একগুচ্ছ মেট্রো স্টেশনের করলেন উদ্বোধন

কলকাতা, ৬ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গকে ১৫,৪০০ কোটি টাকার উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে।কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার নীচের মেট্রো উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে দেশ ও কলকাতার আরও কয়েকটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্য ১৫,৪০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সবুজ পতাকা নেড়ে কবি সুভাষ মেট্রো, মাঝেরহাট মেট্রো, কোচি মেট্রো, আগ্রা মেট্রো, মিরাট-আরআরটিএস সেকশন, পুণে মেট্রো, এসপ্ল্যানেড মেট্রো-কলকাতার শুভ সূচনা করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *