সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়মে দর্শনার্থী সুবিধা কেন্দ্রের উদ্বোধন দ্রৌপদী মুর্মুর

নয়াদিল্লি, ৬ মার্চ (হি. স.): ভার্চুয়াল মাধ্যমে ৬ মার্চ সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়মে দর্শনার্থী সুবিধা কেন্দ্রের (ভিএফসি) উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি সেকেন্দ্রাবাদের এই রাষ্ট্রপতি ভবনের ঐতিহাসিক ও ঐতিহ্যপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোকপাত করেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, এই দর্শনার্থী সুবিধা কেন্দ্র দেশের সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে দেশের মানুষকে সংযুক্ত করবে। তিনি এখানে এসে দেশের ইতিহাস জানার জন্য ভারতের যুব সম্প্রদায়কে আহবান জানিয়েছেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল ড. তামিলিসাই সৌন্দরাজন, তেলেঙ্গানার পরিবহন মন্ত্রী পোনম প্রভাকর সহ বিশিষ্ট ব্যক্তিরা।