আগরতলা, ৬ মার্চ : গরীব মানুষদের পাট্টা বিতরণের দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকটে ডেপুটেশনে মিলিত হয়েছে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি।
কমিটির জনৈক নেতা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে ৯ নং বনমালীপুর কেন্দ্রের দক্ষিণ চন্দ্রপুর এলাকায় গরিব অংশের মানুষের বসবাস করছেন। বিগত বাং সরকারের আমলে তাঁদের খাসের জমি বিতরণ করা হয়েছিল। কিন্তু এরপর থেকে আর কাউকে খাসের জায়গায় বিতরণ করা হয়নি।
তারই অঙ্গ হিসেবে আজ সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে এলাকাবাসীদের নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকটে ডেপুটেশন প্রদান করা হয়েছে।