ধর্মনগরে চুরিকান্ড অব্যাহত, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ মার্চ: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহর ও শহরতলী এলাকায় চুরির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। পুলিশের ভূমিকা ঘিরে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পুলিশের নিষ্ক্রিয় তাকে কাজে লাগিয়েই চোরের দল প্রতিনিয়ত চুরির ঘটনা সংঘটিত করে চলেছে বলে অভিযোগ।

গত চারদিনের মধ্যে দুইটি বাইক শহরের প্রাণকেন্দ্র থেকে চুরি হয়ে গেছে সাথে উত্তর বড়ুয়াকান্দি থেকে গরু চুরির ঘটনাও ঘটেছে।  ধর্মনগর নয়াপাড়া স্ট্যান্ড এর বিপরীতে অর্থাৎ ৪ নং ওয়ার্ডের বাড়ির ভেতর থেকে অর্ণ মিত্র দেবনাথ এর বাইকটি চুরি হয়ে যায় রবিবারে। বাইকের নম্বর ডাব্লিউবি৭৪-এইউ-১০১৯। বাইকটি কালো রঙের বাজাজ পালসার ছিল বলে জানা গেছে।

একইভাবে সোমবার সকাল ৮.৪০ মিনিটে মিহির সিনহা(২৫), বাড়ি নদীয়াপুর কলাছড়া, তার বাইকটি কলেজরোড থেকে চুরি হয়। তার বাইকের নম্বর টিআর০৫ ই – ৭৯৬৭।

কখনো বাড়ির ভেতর থেকে কখনো রাস্তা থেকে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে। কিন্তু পুলিশ ঢাল তলোয়ার হীন নিধিরাম সরকারের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এতে পুলিশের উপর মানুষের কতটুকু আস্থা রয়েছে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *