নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): ঘুষ নিলে শাস্তির মুখে পড়তে হবে সাংসদ-বিধায়কদের। পাবেন না কোনও সুরক্ষাকবচ। সোমবার এমনই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রায়কে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি লেখেন, “অসাধারণ রায় মহামান্য সুপ্রিম কোর্টের। এই রায় স্বচ্ছ রাজনীতিকে নিশ্চিত করবে এবং বিচারব্যবস্থায় মানুষের আস্থা আরও দৃঢ় করবে।”
১৯৯৮ সালের রায়কে বাতিল করেই এ দিন শীর্ষ আদালতের ৭ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিতে জানায় যে, টাকার বিনিময়ে বক্তব্য বা ভোট দিলে, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনেই পদক্ষেপ করা যাবে। তারা কোনও আইনি সুরক্ষাকবচ পাবেন না। ১৯৯৮ সালের শীর্ষ আদালতের রায়ে জনপ্রতিনিধিদের বক্তব্য রাখা বা ভোট দেওয়ার জন্য ঘুষ নেওয়ার ক্ষেত্রে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। কিন্তু ৪ মার্চ সুপ্রিম কোর্টের তরফে বদলে দেওয়া হয় নিজেদের পুরনো রায়কেই। নতুন রায়ে বলা হয়, ঘুষ নিলে শাস্তির মুখে পড়তে হবে সাংসদ-বিধায়কদের। শীর্ষ আদালতের এই রায়কেই স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

