BRAKING NEWS

আগামী ১১ মার্চ কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক করবে ইসিআই 

অভিজিৎ রায়চৌধুরী, নয়াদিল্লি, ৪ মার্চ:  ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) রাজ্যজুড়ে বৈঠকের মাধ্যমে আসন্ন সাধারণ ও বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করেছে। আগামী ১১ই মার্চ কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিয়ে শেষ প্রস্তুতি সভা হওয়ার কথা রয়েছে।

বর্তমান পরিস্থিতির নিরিখে, সমস্ত রাজ্যভিত্তিক ব্যয় পর্যবেক্ষকদের ভার্চুয়াল মোডের মাধ্যমে সভায় অংশগ্রহণ করার জন্য জানানো হয়েছে। 

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৩ মার্চ তাঁর অন্তিম আনুষ্ঠানিক কার্যক্রম করবেন।  সেই সময় তিনি সকল সুবিধাবঞ্চিত গোষ্ঠীদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় করবেন। 

জনৈক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে, ইসিআই এই নির্বাচনের সময় অবৈধ অর্থ ব্যবহারের উচ্চ ঝুঁকি অনুমান করে এবং পর্যবেক্ষকদের কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *