আগরতলা, ২ মার্চ: ত্রিপুরার জনজাতিদের প্রতি সম্মান জানিয়ে স্বাক্ষরিত হয়েছে ত্রিপাক্ষিক চুক্তি। এই চুক্তি জনজাতিদের সার্বিক বিকাশ ও ত্রিপুরার সর্বাঙ্গীন উন্নয়নে অগ্রণী ভূমিকা নেবে। আজ তিপ্রামথার সাথে চুক্তির পর এমনটাই অভিমত ব্যক্ত করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।
এদিন শ্রী দেব বলেন, ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর পর জাতি ও জনজাতি একত্র হয়ে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাবে।
এদিন তিনি এই বলিষ্ঠ পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেনl