আগরতলা,২ মার্চ : বাড়িতে ফেরা পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের।গতকাল রাতে বিলোনিয়া ত্রিপুরা বাজার এলাকার স্থানীয় মানুষ দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে। দমকলবাহিনীরা আহতকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে টিআর০৮এফ৫৬৯৫ নম্বরের বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে আসার পথে ত্রিপুরা বাজার অন্ধকারচ্ছন্ন রাস্তার মধ্যে দাঁড়ানো অবস্থায় টিআর০৮১৬৭২ নম্বরের টিপার গাড়ির পেছনে সজোরে ধাক্কা লাগে । এর ফলে বাইক চালক রতন বর ছিটকে রাস্তার উপর পরে। তাতে মাথা থেতলে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই দূর্ঘটনা শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসে এলাকার লোকজন।

