আরামবাগ, ১ মার্চ (হি.স.) : উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনার জন্য এবার তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী শুক্রবার হুগলির আরামবাগে বিজয় সংকল্প জনসভাকে সম্বোধন করেন। এই জনসভায় বক্তব্য রেখে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গত ১০ বছরে ভারত আর্থিকভাবে শক্তিশালী হয়েছে। আমরা সবাই দেখেছি, জি-২০-তে ভারত কীভাবে উল্লসিত হয়েছিল। এখন ভারত মহাকাশ সেক্টরে শীর্ষস্থানীয় হয়ে উঠছে। বিশ্বের অন্য কোনও দেশ যা করতে পারেনি তা আমাদের চন্দ্রযান করেছিল। এখন ভারত ক্রীড়া ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়ছে। আমরা সকলেই ভাগ্যবান যে, ভগবান শ্রী রাম এখন নিজের বিশাল মন্দিরে বিরাজমান।”
এরপরই তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দেশের এ সব প্রাপ্তির মধ্যেই এখন বাংলার অবস্থা দেখছে গোটা দেশ। মা, মাটি, মানুষের যাঁরা জয়জয়কার করত, সেই টিএমসি (তৃণমূল কংগ্রেস) সন্দেশখালির বোনেদের সঙ্গে যা করেছে, তা দেখে গোটা দেশ ক্ষুব্ধ ও রাগান্বিত।” প্রধানমন্ত্রী বলেছেন, “তৃণমূলের নেতা সন্দেশখালিতে মা-বোনেদের সঙ্গে দুঃসাহসের সমস্ত সীমা অতিক্রম করেছে। সন্দেশখালির বোনেরা যখন নিজেদের আওয়াজ তুলেছিল, মমতা দিদির কাছে সাহায্য চেয়েছিল, বিনিময়ে বাংলা সরকার টিএমসি নেতাকে বাঁচাতে সমস্ত শক্তি ব্যবহার করেছিল। কিন্তু বিজেপির চাপে অবশেষে গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে বাংলা পুলিশ।”
তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেস এবং আইএনডিআই জোটের কাজ হল দুর্নীতিগ্রস্ত, পরিবারবাদী এবং তোষণকারীদের সমর্থন করা, এটাই তাঁদের একমাত্র কাজ, এটাই তাঁদের সবচেয়ে বড় কাজ। বাংলায় অপরাধ ও দুর্নীতির নতুন মডেল তৈরি করেছে টিএমসি।”