পৃষ্ঠা প্রমুখরা বিজেপির মূল চালিকা শক্তি: বিধায়ক পিনাকী দাস চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১ মার্চ: পৃষ্ঠা প্রমুখরা বিজেপির মূল চালিকা শক্তি। তাদের কল্যাণে রাজ্যে বিজেপির ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রে পুনরায় বিজিবি নেতৃত্বাধীন সরকার পুণ প্রতিষ্ঠার শপথ গ্রহণ করলেন পৃষ্ঠা প্রমূখরা।

পৃষ্ঠা প্রমুখরা ভারতীয় জনতা পার্টির প্রাণ ভোমরা। বহু প্রতিবন্ধকতা আর রক্তচক্ষুকে হেলায় ঠেলে দিয়েই একটা সময়ে ঘর থেকে বেড়িয়ে ছিল দেবতুল্য কার্যকর্তা তথা পৃষ্ঠা প্রমুখরা। তাদের নিবিড় জনসংযোগ ও মোদীজির প্রতি আস্থা, দীর্ঘ অপশাসনের বিরুদ্ধে লড়াই করে গোটা রাজ্যবাসীকে মুক্ত করতে তাদের ভূমিকা অপরিসীম। রাজ্যে আজ জনতার সরকার প্রতিষ্ঠিত। দেশের মূল বিকাশ ধারায় সম্পৃক্ত হয়েছে ত্রিপুরা। এই ভাবেই কথাগুলো বলেন খোয়াই জেলা বিজেপি সভাপতি বিধায়ক পিনাকী দাস চৌধুরী।

 বৃহস্পতিবার ২৭-কল্যানপুর- প্রমোদনগর মন্ডলের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন  তরুণতুর্কি বিধায়ক পিনাকী দাস চৌধুরী।  এদিন বক্তব্য রাখতে গিয়ে  জেলা সভাপতি বলেন সংগঠনের মান, পৃষ্ঠাপ্রমূখদের সম্মান।পৃষ্ঠা প্রমুখদের প্রাণবন্ততা, দায়িত্বের প্রতি একাগ্রতা ও উচ্ছ্বাস সংগঠনকে ভীষণভাবে উজ্জীবিত করে।

পৃষ্ঠা প্রমুখরাই ভারতীয় জনতা পার্টির প্রথম স্তরের পথপ্রদর্শক, প্রাণশক্তি। এদিন দুপুর বারোটা নাগাদ স্থানীয় নতুন মোটর স্ট্যান্ডের মঞ্চে বিধানসভা কেন্দ্রের ৫৬টি বুথের ৮৫২ জন দায়িত্বপ্রাপ্ত পৃষ্টা প্রমুখকে নিয়ে শুরু হয় সম্মেলনের কাজ। দলীয় শিষ্টাচার মতো প্রথমেই ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় সংগীত উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রদেশ কমিটির সহ-সভাপতি সুবল ভৌমিক, খোয়াই জেলার দায়িত্বপ্রাপ্ত পৃষ্ঠা প্রমুখ অর্ডিনেটর রূপম দত্ত, রাজ্য নেতৃত্ব সুভাষ সরকার, যুব নেতৃত্ব সোমেন গোপ, ইন্দ্রানী দেববর্মা প্রমূখ। সম্মেলনে স্বাগত ভাষণ রাখেন বিধানসভা কেন্দ্রের অন্যতম নেতৃত্ব চয়ন রায়।